ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) বেলা ১২টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশুই ডাক্তার বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মাইক্রোবাসের চালক ছিলেন। তবে, তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’’