আন্তর্জাতিক

মহারাষ্ট্রে সেতু ভেঙে নিহত ৪, নিখোঁজ ৩০

ভারতের মহারাষ্ট্রের পুণেতে ভেঙে পড়েছে ইন্দ্রায়ণি নদীর সেতু। রোববার(১৫ জুন) বিকেলে কুন্দমালা গ্রামে এ ঘটনায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভেঙে পড়ার সময় সেতুর ওপর অন্তত ১৫০ জন ছিলেন। এখনো পর্যন্ত ৩২ জনকে নদীর থেকে উদ্ধার করেছে বিপর্যয় মোকবিলা বাহিনী।  আরো ৩০ জন খরস্রোতা নদীর পানিতে ভেসে গেছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। 

গত দুই ধরে বৃষ্টি হচ্ছে পুণের ওই অঞ্চলে। জায়গাটি লোনাভেলার কাছে। রোববার ছুটির দিন থাকায় এবং বৃষ্টি কিছুটা কম হওয়ায় সেখানে পিকনিকের জন্য ভীড় জমান পর্যটকরা। 

স্থানীয়দের তথ্য মতে, নদীর সামনে কমপক্ষে ৫০০ জন পিকনিকের কারণে জড়ো হয়েছিলেন। এদের মধ্যে ১৫০ জন ওই সেতুতে হাঁটছিলেন। অনেকেই ছবি তুলছেন। এই সময় সেতু ভেঙে যায়। লোহার সেতুটি ব হু পুরনো। তাতে মরচে ধরেছিল। পর্যটকদের উঠতে মানাও করা হয়েছিল। কিন্তু অতি উৎসাহে তারা শোনেনি। 

দুর্ঘটনাস্থলটি মহরাষ্ট্রের মভল বিধানসভা আসনের মধ্যে পড়ে। সেখানকার বিধায়ক সুনীল শেখলে জানান, ইন্দ্রায়ণি নদীর উপর ওই লোহার সেতুটি প্রায় ৩০ বছরের পুরনো। গত দু’দিন ধরেই পুণের এই গ্রামে ভারী বৃষ্টি হয়েছে। তার ফলে নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছিল। অনুমান করা হচ্ছে, নদীর পানির তোড়েই দুর্ঘটনাটি ঘটেছে। 

তবে স্থানীয়দের মতে, এলাকাবাসীরা দীর্ঘদিন এই সেতুটির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলছিলেন। গত ৪-৫ বছর ধরে এই সেতুটির কোনো সংস্কার হয়নি।