রাজশাহীর পদ্মা নদীর বাঁধ থেকে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
উচ্ছেদ হওয়া দোকানগুলোর মালিকরা জানান, আশপাশে আরো দোকান এবং বাড়ি থাকলেও শুধু তাদের দোকানই উচ্ছেদ করা হয়েছে। স্থানীয়রা জানান, দলখদারদের কারণে নদীর তীরে যাতাযাতে সমস্যা হতো। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের হলেও বেদখল হয়ে গিয়েছিল।
বুধবার (১৮ জুন) দুপুরে রাজশাহীর হাইটেক পার্ক সংলগ্ন আই বাঁধে চালানো অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। এসময় পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বলেন, “পানি উন্নয়ন বোর্ডের নির্মিত টি-বাঁধ ও আই-বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। যদি কেউ বাদ পড়ে, তাহলে পরবর্তীতে তাদেরও উচ্ছেদ করা হবে।”
অভিযানে পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবু হুরায়রা, সহকারী রাজস্ব কর্মকর্তা বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।