দীর্ঘ ২১ দিনের পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে বুধবার (১৮ জুন) খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।
শুধু প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও আগামী রবিবার (২২ জুন) থেকে শুরু হবে অ্যাকাডেমিক কার্যক্রম।
বুধবার (১৮ জুন ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির শেষে আজ থেকে অফিসের কার্যক্রম যথারীতি শুরু হয়েছে। তবে ক্লাস-পরীক্ষা শুরু হবে আগামী রবিবার (২২ জুন) থেকে।”
গত ১ জুন থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল।