ক্যাম্পাস

গোবিপ্রবির হলে হলে ফ্যান, খুশি শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের শিক্ষজীবন স্বস্তিদায়ক করতে দুটি আবাসিক হলে ফ্যান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তাঁর অফিস কক্ষে স্বাধীনতা দিবস হল ও বিজয় দিবস হলের প্রাধ্যক্ষদের কাছে এসব ফ্যান হস্তান্তর করেন।

এর আগে, গত ১৫ মে উপাচার্য হল পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা প্রতিটি কক্ষে ফ্যান স্থাপনের দাবি জানান। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে উপাচার্য দ্রুত সময়ের মধ্যে ফ্যান সরবরাহের প্রতিশ্রুতি দেন। এরই অংশ হিসেবে এ ফ্যান বিতরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফ্যান গ্রহণ করেন স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান খান ও বিজয় দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. রবিউল ইসলাম।

এদিকে, ফ্যান প্রদানের খবরে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বাকি তিনটি হলেও দ্রুত ফ্যান প্রদানের দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের ক্যাম্পাসে মেয়েদের দুইটিসহ মোট পাঁচটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছেলেদের দুইটি হলে ফ্যান দেওয়ায় আমরা খুশি। কিন্তু এখনো মেয়েদের দুইটি হল ও ছেলেদের একটি হল বাকি রয়েছে। বাকি এ তিন হলে দ্রুত ফ্যান স্থাপনের দাবি জানাচ্ছি।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা শিক্ষার্থীবান্ধব একটি পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত শিক্ষার্থীদের সমস্যা ও দাবিদাওয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আজকের ফ্যান বিতরণ তারই একটি বাস্তব উদাহরণ।”