জাতীয়

রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়নে বৈষম্য তৈরি হয়েছে: আসিফ মাহমুদ

কিছু এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে অবকাঠামোগত উন্নয়নে বৈষম্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে ‘উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরি উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমরা এখন এসব এলাকায় উন্নয়নের ওপর জোর দিচ্ছি। উত্তরবঙ্গে শিক্ষার হার এবং দারিদ্র্যের হার তুলনামূলকভাবে বেশি। এসব এলাকায় আমাদের কিছু অঙ্গীকার রয়েছে।”

তিনি আরও বলেন, “কৃষকদের সঠিক মূল্য নিশ্চিত করতে সেসব অঞ্চলে গুদাম ও প্রক্রিয়াকরণ জোন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিস্তা নদীর ভাঙনে যারা গৃহহীন হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।”

উপদেষ্টা বলেন, “রাজনৈতিক প্রভাবের কারণে কোথাও বেশি, কোথাও কম উন্নয়ন—এই বৈষম্য দূর করতে হবে। এমন বৈষম্য আর যেন না হয়, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি, গোপালগঞ্জের একটি উপজেলায় অনেক উন্নয়ন হয়েছে। অথচ রংপুরের অন্য একটি এলাকায় তেমন কোনো অগ্রগতি নেই।”

উপদেষ্টা আরো বলেন, “অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে আছে। এই অল্প সময়ে লাইব্রেরি স্থাপনের মতো উদ্যোগ নেওয়া বেশ চ্যালেঞ্জিং হলেও আমরা চেষ্টা করছি। মাত্র ২৩ কোটি টাকার বাজেটে ১১ জেলার ৪৪টি পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে। খুব শিগগিরই দেশের সব উপজেলায় লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা নেওয়া হবে। আমরা এমন লাইব্রেরি করতে চাই, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে—যা কেবল আরেকটি সরকারি ভবন হয়ে পড়ে থাকবে না।”