সারা বাংলা

বাহুবলে ৯২ কেজি গাঁজার বিশাল চালান আটক, গ্রেপ্তার ১

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৯২ কেজি গাঁজার বিশাল চালান আটক হয়েছে। এ সময় মর্তুজ আলী নামে এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত মর্তুজ আলী জেলার চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুকান্ত চৌধুরী। 

তিনি জানান, ভোরে সেনাবাহিনীর একটি টহল দল গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে আয়াত আলীর কলাবাগান থেকে গাঁজাসহ মর্তুজ আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।