সারা বাংলা

মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার মাধবপুর পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শাহ মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মাধবপুর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বৈষমবিরোধী ছাত্র অন্দোলনের সময় শাহ সেলিম ভাঙচুরসহ বিভিন্ন ফৌজদারি অপরাধে যুক্ত ছিল। তিনি এতদিন পলাতক ছিল। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হবে।’’