জনগণের পছন্দের একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি সৃষ্টি করতে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, “নির্বাচন কমিশন এবং সংস্কারের লক্ষ্যে যেসব উদ্যেগ নেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে; তার মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
শনিবার (২১ জুন) সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, “নিরাপদ ফিড করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে। সে লক্ষ্যেই মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে।”
বিএফআরআই-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. রফিকুল ইসলাম সরদার, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাধ বিশ্বাস। এর আগে অতিথিরা প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।