সারা বাংলা

কেরাণীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

কেরানীগঞ্জে একটি পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (২২ জুন) ভোরের দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের ধারণা, ডোবার ওপর অপরিকল্পিত ভবন নির্মাণ করায় ডোবায় থাকা ময়লা আবর্জনায় সৃষ্ট বায়োগ্যাসের চাপ অথবা ভবনের পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। 

দগ্ধরা হলেন- ফারুক হোসেন (৪০), তার স্ত্রী শিউলি (৩০) এবং তাদের ৮ বছর বয়সী সন্তান আল সামির।

দগ্ধ ফারুক বলেন, “খেজুরবাগ এলাকার পাকিজা ভবনের নিচতলার একটি কক্ষে স্ত্রী-সন্তান নিয়ে থাকি। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আজ ভোরের দিকে বিস্ফোরণের আওয়াজে ঘুম থেকে উঠে দেখি, আমার স্ত্রী শিউলীর হাত ও আমার ছেলে সামিরের শরীর ঝলসে গেছে। আমার মুখের বাম পাশও ঝলসে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে আমরা বাসায় ফিরি।”

তিনি আরো বলেন, “মাস খানেক ধরে ঘরের ফ্লোর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। এই বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। তিনি তা মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।”

ভবনের মালিক সহিদ বলেন, “ফ্লোর অতিরিক্ত গরমের বিষয়ে জানালে আমি তা ঠিক করার জন্য দেশে আসি। আমি পাশের রুমেই ছিলাম। প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। এসে দেখি ভবনের নিচতলার দেয়াল বিস্ফোরণে ভেঙে গেছে।” 

ভবনটি নির্মাণে রাজউক অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি জানান, এই ভবনটি ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে করেছেন। ভবনে মোট ১০টি পরিবার বসবাস করছে বলেও জানান তিনি।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, “বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছি। বিস্ফোরণে ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে।”

তিনি বলেন, ডোবার ওপর অপরিকল্পিত ভবন নির্মাণ করায় ডোবায় থাকা ময়লা আবর্জনায় সৃষ্ট বায়োগ্যাসের চাপ অথবা ভবনের পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে। এই বিষয়ে তদন্ত চলমান।”