খেলাধুলা

টেস্ট ক্রিকেটকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাচ্ছে: বুলবুল

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল অবস্থান করছেন রাজশাহীতে। পদ্মাপাড়ের শহরে ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাস দেখে অভিভূত বুলবুল।

এ সময় তিনি রাজশাহীতে ক্রিকেটের অন্তর্ভুক্তি বাড়ানোরও আশ্বাস দেন, “রাজশাহীতে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝেমধ্যে। আমরা গ্রেটার রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট অ্যাকটিভিটি আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।”

রোববার (২২ জুন) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বুলবুল। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

বুলবুল জানান, টেস্ট ক্রিকেটের প্রতি মানুষ আগ্রহ দেখাচ্ছে, “আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম বাংলাদেশের মানুষ—বিশেষ করে গতকাল খুলনায়, আজ রাজশাহীতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন, বাংলাদেশ অলরেডি ফুল মেম্বার। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এই আয়োজন সবসময় করতে চাই।”

বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বুলবুল জানিয়েছেন দেশের আনাচে-কানাচে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা। রাজশাহীতেও তার কণ্ঠে ছিল সেই ইঙ্গিত।

“আপনারা জানেন যে, ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি। সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়েরা যুক্ত হতে পারেন, কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন—সে বিষয়ে আমরা আলোচনা করব।”