সারা বাংলা

রৌমারীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে সাপের কামড়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) ভোররাত উপজেলার যাদুরচর ইউনিয়নের বিক্রিবিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ফিরোজা খাতুন ওই গ্রামের ফেরদৌস আলীর স্ত্রী। যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন ফিরোজা। এসময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।