ইরানে সামরিক হামলার পর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (২৩ জুন) বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি বৈঠক করবেন। খবর আলজাজিরার।
এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো হামলার ক্ষতি মূল্যায়ন করছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিচ্ছেন—যদি তারা পথ পরিবর্তন না করে, তবে শাসনব্যবস্থা পরিবর্তনের হুমকির মুখে পড়তে হবে।
এদিকে সিএনএন জানিয়েছে, ট্রাম্পের সোমবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে অংশ নিতে যাওয়ার কথা ছিল। কিন্তু একদিন পিছিয়ে মঙ্গলবার তিনি রওনা দেবেন।