জাতীয়

গ্রিসে ফের দাবানল, বাংলাদেশিদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান

গ্রিসে ফের দাবানলের পরিপ্রেক্ষিতে চিওস আইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

সোমবার (২৩ জুন) গ্রিসের বাংলাদেশ দূতাবাস এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, গ্রিসের উত্তরে অবস্থিত  চিওস আইল্যান্ডে গত ২২ জুন  ভয়াবহ দাবানল শুরু হয়েছে, যা এখন পর্যন্ত বিস্তৃত আকার ধারণ করেছে। দাবানলের আগুন আশেপাশের কয়েকটি অঞ্চল ও এ দ্বীপের দক্ষিণাঞ্চলের দিকে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ১৬টি গ্রাম ও জনবসতি নিরাপত্তার স্বার্থে খালি করা হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, রেস্তা  এলাকায় ১১২ জরুরি নম্বরের মাধ্যমে আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চিওস আইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।

জরুরি প্রয়োজনে +৩০৬৯৪৫০৪৪০৫৪ নম্বর অথবা দূতাবাসের ই-মেইল এড্রেস mission.athens@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।