সারা বাংলা

নড়াইলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ১০

নড়াইলের নড়াগাতি উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল পশ্চিমপাড়া গ্রামে সংঘর্ষ হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাশিয়াল পশ্চিমপাড়া গ্রামের মালেক মোল্যা ও দাউদ মোল্যা মধ্যে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে দাউদ মোল্যার ছেলে আবুল বাশার ওই জমি থেকে বাঁশ কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহতরা হলেন, মালেক মোল্যা, রসুল মোল্যা, রমজান মোল্যা, রাজিয়া বেগম, ঋতু খাতুন, আমিনুর মোল্যা, আহাদ শেখ, কিরামত আলী, শহিদুল ইসলাম ও জান্নাতি খাতুন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মালেক মোল্যা, রসুল মোল্যা ও রমজান মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, জমি নিয়ে সংঘর্ষ হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।