আন্তর্জাতিক

রাশিয়া ন্যাটোর অন্য সদস্যদের ওপর হামলা চালাতে পারে: জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ন্যাটো সদস্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়া পরাজিত না হলে মস্কো জোটের অন্য সদস্যদের ওপর আক্রমণ চালাতে পারে।

মঙ্গলবার ন্যাটো সম্মেলনের আগে তিনি এ কথা বলেছেন।

জেলেনস্কি বলেছেন, “রাশিয়া এমনকি ন্যাটো ভূখণ্ডে নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে - অর্থাৎ আপনাদের দেশগুলোতে। নিঃসন্দেহে আমাদের পুতিনকে এখনই থামাতে হবে এবং ইউক্রেনেও। তবে আমাদের বুঝতে হবে যে তার লক্ষ্যগুলো ইউক্রেনের বাইরেও বিস্তৃত। ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 

জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ অস্ত্রের উল্লেখযোগ্য ক্রয়, নিষেধাজ্ঞা এবং পুতিনের উপর চাপ সৃষ্টির অন্যান্য উপায় নিয়ে আলোচনা করতে চান।