সারা বাংলা

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার নাম কবির হোসেন (৩৭)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৩টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বুধবার (২৫ জুন) সকালে রামেক হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ১৯ জুন হাসপাতালে ভর্তি করা হয় কবির হোসেনকে। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

প্রতিবেদনে আরো বলা হয়, চলতি মৌসুমে মোট ৭৫ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।