ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বুড়ি নদীতে গোসলে নেমে দুই নৌকার চাপায় লামিম খান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে পৌর এলাকার মাঝিকাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া লামিম নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামের দক্ষিণপাড়া খাঁ বাড়ির হানিফ খা’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে লামিম বন্ধুদের সঙ্গে বুড়ি নদীতে গোসল করতে নামে। এ সময় দুইটি নৌকার চাপায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক লামিমকে মৃত ঘোষণা করেন।
নবীরগর থানার ওসি শাহীনুর ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। কেউ থানায় অভিযোগ নিয়ে আসেননি।”