সিলেটে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত আনোয়ারের বাড়ি বরিশাল জেলায়। তিনি সিলেটে এসিআই কোম্পানিতে চাকরি করতেন।
হাইওয়ে পুলিশ তামাবিল স্টেশনের ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।