অতীতে শেয়ারবাজারে বিনিয়োগ করে অনেকে সর্বশান্ত হয়েছে, এটা কারো কাম্য নয় বলো জানিয়েছেন স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পলিচালক ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান (সিডিবিএল) তপন চৌধুরী। তিনি আরো বলেন, আর টাকার দরকার না হলে কেন কোম্পানি শেয়ারবাজার আসবে? সেই কারণে স্কয়ারের নতুন কোনো কোম্পানি বাজারে আসছে না।
বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার উপস্থিত ছিলেন।
তপন চৌধুরী বলেন, ‘‘অনেক বিনিয়োগকারী কোম্পানির ব্যালেন্স শিট বুঝতে পারেন না। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। শেয়ারবাজারে আসার সময় যারা আমাদের স্কয়ার ফার্মার শেয়ার কিনেছিলেন, তাদেরকে স্যামসন এইচ চৌধুরী স্কয়ার টেক্সটাইলের শেয়ার বিনামূল্যে দিতে চেয়েছিলেন। কিন্তু এ কাজে সরকার বাধা দেয়। এরপর স্যামসন চৌধুরী উচ্চ আদালতে মামলা করে সেই শেয়ার বিতরণ করেন।’’
তিনি বলেন, ‘‘আমাদের ৯০ কোটি টাকার কোম্পানি ছিল। কিন্তু এখন শুধু স্কয়ার ফার্মার মার্কেট ক্যাপ ১৮ হাজার ১৭২ কোটি টাকা। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের অবদান অনেক। এ কারণে আমার বাবা স্যামসন চৌধুরী বিনিয়োগকারীদের স্বার্থ দেখার কথা বলে গেছেন।’’