দিনাজপুরের হিলি বন্দরের চালের গুদামে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় চাল মজুত করার অভিযোগে তিনটি গুদাম সিলগালা করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম-এ ‘হিলি বন্দরের গুদামে গুদামে চাল মজুত, দামে ঊর্ধ্বগতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিকেলে অভিযান পরিচালিত হয়।
বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরে হাকিম মন্ডলের তিনটি গুদামে অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ। তারা গুদামগুলো সিলগালা করেছেন।
হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ বলেন, “চাল-ডাল মজুতের সময় উত্তীর্ণ ও অবৈধভাবে ধান মজুত করায় তিনটি গুদাম সিলগলা করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের করা হবে।”
তিনি বলেন, “এসব গুদামে ২৭১ মেট্রিক টন চাল, ৪৭ মেট্রিক টন মসুর ডাল ও প্রায় দুই হাজার মেট্রিক টন ধান মজুত রয়েছে।”
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, “উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও পুলিশ নিয়ে গুদামগুলোতে অভিযান পরিচালনা করি। গুদামগুলোতে চাল এবং মসুর ডাল নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে মজুত রাখা হয়েছে। যেসব ধান পাওয়া গেছে, এগুলো এখানে মজুত রাখার নিয়ম নেই। আমরা গুদামগুলো সিলগলা করেছি এবং এ সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে।”
তিনি আরো বলেন, “উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা করবেন।”