সারা বাংলা

একটা প্রজেক্ট পাস হতে অনেক সময় লাগে: সাখাওয়াত 

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, “নৌ পরিবহন সেক্টর আধুনিকায়ন একটা লং টার্ম পরিকল্পনা। আমার হাতে যে কাজগুলো আছে, সেখান থেকে যেগুলো মনে হয়েছে প্রয়োজন নেই, সেগুলোকে বাদ দিয়ে প্রয়োজনীয় কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা করছি। নতুন প্রজেক্টগুলোও আমরা নিচ্ছি। নতুন কাজগুলো হয়তো আমার পক্ষে শেষ করে যাওয়া হবে না।” 

তিনি বলেন, “বাংলাদেশে একটা প্রজেক্ট পাস হতে অনেক সময় লাগে। যত দ্রুতই আমি করি না কেন- প্রজেক্ট পাস হওয়ার পরে মোবিলাইজেশন তারপর টাকা-পয়সা এরকম অনেক কিছু আছে।”

বুধবার (২৫ জুন) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এবং পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, “ইতোমধ্যে আমরা ডিসিশন (সিদ্ধান্ত) নিয়েছি, শিমুলিয়াতে বন্দর করব। শিমুলিয়াতে বন্দরের খুব প্রয়োজন আছে। ওখানে আগেরই একটা পরিকল্পনা ছিল। যেহেতু, পদ্মা সেতু হয়ে গেছে সেজন্য লোকে ভাবছে আর কিছুর দরকার নাই। একচুয়ালি দরকার আছে। বন্দর বন্দরই, আর সেতু সেতু। ফেরির দরকার না থাকতে পারে, কিন্তু ওই অঞ্চলের জন্য নৌ বন্দর প্রয়োজন।” 

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. সলিমুল্লাহ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, মানিকগঞ্জের জেলা প্রশাসন ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।