বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, “রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। গত বছরের ৫ আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল, রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছেন। জনগণ তাদের এই আশা হৃদয়ে ধরে রাখতে পারেনি। আমাদের মধ্যে আজকে মতপার্থক্য তৈরি হয়েছে, যা কেউ বড় করে দেখছেন আবার কেউ ছোট করে দেখছেন।”
তিনি বলেন, “মতপার্থক্য দূর করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব কঠিন বিষয় না। তাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো আমাদের সবাইকে আবারো ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আরো সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তখনই এ রাষ্ট্র প্রকৃত পক্ষে জনগণের হবে।”
বুধবার (২৫ জুন) নোয়াখালী জেলা শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, “বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না। বিএনপি জনগণের সঙ্গে আছে।”
তিনি বলেন, “রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে আমাদের দলের নেতাকর্মীরা কম রক্ত দেয়নি। যারা গণ-অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা দায়বদ্ধ। আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। তাই আমরা চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। যে নির্বাচনে ছোট-বড় সব দল অংশগ্রহণ করবে। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।”
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।