আন্তর্জাতিক

জর্ডান উপত্যকায় মহড়া চালাবে ইসরায়েলি সেনাবাহিনী

জর্ডান উপত্যকায় মহড়া চালাতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এ মহড়া চলবে। আলজাজিরার লাইভ খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, মহড়ার সময় ওই এলাকায় ব্যাপক সামরিক যানবাহনের চলাচল থাকবে। তবে নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনার জন্য কোনো উদ্বেগ নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ইসরাইলের দু’সপ্তাহব্যাপী যুদ্ধের বিরতির মাত্র ‍দুই দিন পরই এই মহড়া শুরু হচ্ছে।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক হামলা শুরু করে। এই হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইসরায়েলি বাহিনী পারমাণবিক, সামরিক, বেসামরিক অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করে বোমা বর্ষণ করে।

জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তেলআবিব ও অন্যান্য ইসরায়েলি স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এই উত্তেজনার মধ্যেই গত রবিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় সোমবার রাতে কাতারের দোহায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হয়।