সারা বাংলা

পাবনায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পাবনার সদর উপজেলার টিকরী গ্রামের গৃহবধূ সাদিয়া খাতুনের (২২) মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। 

ঘটনার পর থেকে নিহতের স্বামী সাব্বির হোসেনসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। নিহত সাদিয়া খাতুনের তিন বছরের সন্তান রয়েছে। 

বুধবার (২৬ জুন) রাতে তার মৃত্যু হয়। নিহত সাদিয়া উপজেলার টিকরি গ্রামের সোহেল মোল্লার মেয়ে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার হেমায়েতপুরপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সালাম প্রামাণিকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে চার বছর আগে সাদিয়ার বিয়ে হয়। 

সাদিয়ার স্বজনরা জানান, বিয়ের পর থেকে নানা অজুহাতে যৌতুকের জন্য সাদিয়াকে নির্যাতন করতেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। কিছুদিন আগে সাব্বিরকে একটি মোটরসাইকেল কিনে দেয়া হয়। এরপরও সাদিয়ার ওপর নির্যাতন চালানো হতো। এরই জের ধরে বুধবার (২৫ জুন) রাতে সাদিয়াকে মারধর করে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী। কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় সাদিয়ার মৃত্যু হয়।

নিহত সাদিয়ার মামা দুলাল মোল্লা জানান, সাদিয়ার শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।