চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল শ্রী শ্রী রাধা মাধব জুলন মন্দির থেকে রথযাত্রা পাঠানদন্ডী মাহাজন ঘাটা যাওয়ার পথে সুচিয়া সাথী ক্লাবের সামনে দুর্ঘটনাটি ঘটে।
চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- উজ্জ্বল দেব (৪৬), সুজন দত্ত (৪০), সৌরভ শীল (১৩), দ্বীপ (১৩), অপূর্ব মজুমদার (১২) ও পলাশ দে (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রথের ওপরের একটি অংশ পাকা রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। ফলে রথ ও রথের পাশে থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলেচ যায়। সেখান থেকে আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত সড়কে থাকা বৈদ্যুতিক তার রথে স্পর্শ হওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চন্দনাইশ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।