রাজনীতি

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু, সোহরাওয়ার্দী উদ‌্যা‌নে নেতাকর্মীর ঢল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হ‌য়ে‌ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। শনিবার (২৮ জুন) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাক‌লেও তার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নে‌মে‌ছে। সকাল‌ থে‌কে নেতাকর্মীরা জমা‌য়েত হ‌তে থাকেন। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে গেছে।

গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দা‌বি‌তে ডাকা এ মহাসমা‌বে‌শের প্রথম পর্ব সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। সারা দেশ থেকে আসা জেলা ও মহানগর কমিটির নেতারা সমা‌বে‌শে বক্তব্য রাখছেন।

উপস্থিত আ‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব ও  মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা দ‌ক্ষিণের সভাপ‌তি মাওলানা আহমদ ইম‌তিয়াজ আলম, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, উপদেষ্টা কৃষিবিদ আফতাব উদ্দীন, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, মুফতি মোস্তফা কামালসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির অন্য নেতারা।

দুপুর ২টায় মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ কেন্দ্রীয় নেতা‌দের পাশাপা‌শি আম‌ন্ত্রিত রাজ‌নীতিকরা বক্তব‌্য রাখ‌বেন।

মহাসমাবেশ এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দা‌য়িত্ব পালন কর‌ছেন দলের নিজস্ব স্বেচ্ছাসেবকরা। মৎস্য ভবন থে‌কে সোহরাওয়ার্দী উদ‌্যান ও তার আশপা‌শে বিপুল সংখ‌্যক পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছি। তারা আমাদের আমন্ত্রণ গ্রহণ করছেন। ইনশাআল্লাহ, আজ‌কের মহাসমা‌বে‌শে জাতীয় নেতৃবৃন্দের একটি মিলনমেলা হতে যাচ্ছে।”

জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে তি‌নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীসহ ঢাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।