বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মনিরা আক্তার (৩৩) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে বরিশাল যাবার পথে মারা যান তিনি। এ নিয়ে জেলায় মোট প্রাণ হারিয়েছে ২৫ জন।
বরগুনার সিভিল সার্জন আবুল ফাত্তাহ জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরা আক্তার। সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে মারা যান তিনি।
এর আগে গতকাল শুক্রবার বেতাগীর কালিকাবাড়ি এলাকার আবদুল করিম (৫০) ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ জন। এনিয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৩৪ জন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭৯ জন।