সারা বাংলা

কেরানীগঞ্জের বেগুনবাড়িতে টিস্যু কারখানায় আগুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়িতে টিস্যু কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। 

শনিবার (২৮ জুন) সকালে কারাখানার ভেতরে থাকা মেশিনপত্র, শপিং ব্যাগ, অফিস, কম্পিউটার  আগুনে পুড়ে যায়। ভূপাতিত হয় কারখানার পুরো সেট। 

কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার কাজল মিয়া।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। মালিক পক্ষের দাবি আগুনে ফোম কারখানার প্রায় ৩৫-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনবসতি এলাকায় দীর্ঘদিন যাবৎ টিস্যু কারখানাটি বিপজ্জনকভাবে টিস্যু উৎপাদন করে আসছিল। এলাকাবাসী বারবার প্রতিবাদ করলেও মালিক পক্ষ প্রভাবশালী হওয়ায় কারখানা সরানো যায়নি। 

আজ (শনিবার) সকালে হঠাৎ কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। কারখানাটি তালাবদ্ধ থাকায় এলাকাবাসী আগুন নেভাতে পারেনি। পরে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটিসহ মোট তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মত না এলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত বলে দাবি এলাকাবাসীর। 

কারখানার মালিক মো. হাফিজ বলেন, ‘‘কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ছিল। লোকজন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনে প্রায় ৩৫-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’’ 

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার কাজল মিয়া বলেন, ‘‘আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’’