সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মে) রাতে ফটিকছড়ি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী।
এর আগে, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা ছুরি হাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে উদ্দেশ করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালাগাল করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিডিওটি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালতে উপস্থাপন করা হয়। আমরা রিমান্ড চেয়ে আবেদন করব।”
“আটক ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি মানসিকভাবে সুস্থ অবস্থায় রক্তমাখা ছুরি হাতে নিয়ে ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে বলে স্বীকার করেছেন”, যোগ করেন তিনি।