মাগুরায় প্রাইভেটকারের ধাক্কায় তৈয়ব আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শনিবার (২৮ জুন) বিকেলে সদর উপজেলার আলমখালিতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী দোরা মাতনা গ্রামের করিম মোল্যার ছেলে। মাগুরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তৈয়ব আলী ও তার স্ত্রী ভ্যানযোগে পার্শ্ববর্তী গোপালপুর বাজারে যাচ্ছিলেন। আলমখালি নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে আসা একটি প্রাইভেটকার তাদের বহনকারী ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা তৈয়ব, তার স্ত্রী নবীরন নেছা ও ভ্যানচালক জিয়াউর রহমান সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তৈয়বকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।