জাতীয়

হাজারীবাগে পানির ট্যাংকিতে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ ৪ 

রাজধানীর হাজারীবাগের জিগাতলা ট্যানারি মোড়ে একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কার করার সময় জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের ৩ জনসহ ৪ জন দগ্ধ হয়েছেন। 

দগ্ধরা হলেন-বিল্লাল হোসেন (২৮), মোহাম্মদ জিয়াউর রহমান (৪৫), ফারিয়া (৮) ও রাইফা (৪)।

এরমধ্যে বিল্লাল হোসেন দিনমজুর, তার ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাড়ির মালিক মোহাম্মদ জিয়াউর রহমান, তার ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বাড়ির মালিকের মেয়ে ফারিয়া, তার ৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাড়ির মালিকের আরেক মেয়ে রাইফা, তার ৩ শতাংশ দগ্ধ হয়েছে। 

এরা সকালেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। 

শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাত পৌনে ১১ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। 

বাড়িওয়ালা জিয়াউর রহমানের ভাগিনা সাকরান হোসেন বলেন, ‘‘শনিবার বিকেলের দিকে ৫১/ এ, হাজারীবাগ ট্যানারি মোড় বাসায় একজন দিনমজুর পরিষ্কার করার সময় হঠাৎ আগুন ধরে যায় এতে শিশু সহ ৪ জন দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।’’  

জাতীয় বার্ন ইনস্টিটিউট এর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাজারীবাগ থেকে গ্যাসের আগুনে শিশুসহ ৪ জন দগ্ধ বার্ন ইনস্টিটিউটে এসেছে। আহতদেরকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে বিল্লালের অবস্থা গুরুতর।