ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯ জুন) দিনভর অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া।
এ সময় শহরের মৌলভীপাড়ায় পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র সাহা ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় তাকে তিন দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এছাড়া শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। জেলরোডে আল খলিল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ১৫ হাজার ও গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘‘অবৈধ ক্লিনিক ও ভুয়া ডাক্তার প্রতিরোধের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। অভিযানে ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় একজনকে জরিমানাসহ কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, ৪টি হাসপাতালকে জরিমানা করা হয়েছে।’’