আন্তর্জাতিক

রাজঘাটে গান্ধীকে শ্রদ্ধা বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর

দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

অনাড়ম্বর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আয়োজিত এই শ্রদ্ধার্ঘ্য কেবল ভারতের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি সমগ্র দক্ষিণ এশিয়ার মূল্যবোধের প্রতিই এক বিশেষ অঙ্গীকার।

রিয়াজ হামিদুল্লাহ বার্তা দেন, বাংলাদেশে ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে বহু প্রজন্ম ধরে মহাত্মা গান্ধীর আদর্শকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সাধারণ মানুষ। তাঁর জীবন সংগ্রামে বারবার উঠে এসেছে যেসব মূল্যবোধ, যেমন সহমর্মিতা, সহনশীলতা এবং বহুত্ববাদ— সেগুলো এখনও বাংলাদেশি সমাজের নানা স্তরে প্রাসঙ্গিক।

তিনি উল্লেখ করেন, বিশেষ করে কঠিন সময়েও গান্ধীজি যেভাবে এই মূল্যবোধগুলো বাস্তব জীবনে প্রয়োগ করেছেন, তা আজও অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের এই অনন্য ব্যক্তিত্বের জীবন ও দর্শন শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও নৈতিক স্তরেও এক শক্তিশালী বার্তাও বহন করে বলে জানান তিনি।