অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ জুন) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৭১ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৮১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩০টি কোম্পানির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির।

এদিন ডিএসইতে মোট ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ২২৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪১.৬৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৩৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৭১ পয়েন্ট কমে ৮৬৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৪.৩৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬১৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৪টি কোম্পানির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ৪০টির।

সিএসইতে ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫ কোটি ১৭ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।