অর্থনীতি

মঙ্গলবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে সোশ্যাল ইসলামী ব্যাংকের এটিএম সেবা

ব্যাংকের অর্ধবার্ষিক ক্লোজিং উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ও এটিএম সেবা মঙ্গলবার (১ জুলাই) ৬ ঘণ্টা বন্ধ থাকবে। সোমবার (৩০ জুন) ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ব্যাংকের অর্ধবার্ষিক ক্লোজিং উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংকের ইন্টারনেট ও এটিএম সেবা বন্ধ থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার ব্যাংক হলিডে উপলক্ষে দেশের ব্যাংকগুলোর সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। তবে, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।