ক্যাম্পাস

যবিপ্রবিতে মলিকিউলার লাইফ সায়েন্সে উদ্ভাবন নিয়ে সম্মেলন

জৈব রসায়ন, অনুজীববিজ্ঞান, ঔষধ শিল্প, সামদ্রিক জৈববিজ্ঞানসহ নানা ক্ষেত্রে মলিকিউলার জীববিজ্ঞানের অগ্রসর ও উন্নয়ন নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারীতে প্রথমবারের মতো ‘ইনোভেশন ইন মলিকিউলার লাইফ সাইন্স’ শিরোনামে এ সম্মেলনের আয়োজন করে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, “সম্মেলনে বিশ্বব্যাপী বায়োকেমিস্ট্রির গবেষণায় যাদের অবদান আছে, তারা উপস্থিত আছেন। বক্তাদের কাছ থেকে যদি শিক্ষার্থীরা জ্ঞান আহরন করতে পারে এবং গবেষণা ও উচ্চতর শিক্ষায় কাজে লাগাতে পারে, তাহলে এই সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় আঞ্চলিক জায়গায় প্রতিষ্ঠিত হলেও এটি দেশ ও বিশ্বের সম্পদ। এখান থেকে বিশ্বমানের দক্ষ জনবল তৈরি হয়। গবেষণায় অবদান রাখার মাধ্যমে বিশ্বকে নতুন কিছু আবিষ্কার উপহার দেওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম কাজ। এজন্য তোমাদের পরিশ্রমী হতে হবে। নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে তোমরা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন, রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএমবি বিভাগের অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।

অন্যদের মাঝে বক্তব্য দেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, আইসিডিডিআরবির সহযোগী সায়েন্টিস্ট ড. মোছা. নূরজাহান বেগম, যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, যুক্তরাষ্ট্রের পোস্ট ড. অব ফেলো ড. মো. হাবিবুর রহমান মোল্লা।

সম্মেলনের প্রথম পর্ব শেষে শুরু হয় ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন। বিকেল ৪ টায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।