নোটিশ ছাড়াই ভর্তি ফিসহ অনন্যা ফি বাড়ানোর অভিযোগ তুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ জুন) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এক আবেদনপত্রের মাধ্যমে ভর্তি ফিসহ অন্যন্যা ফি কমানোর দাবি জানান।
এতে শিক্ষার্থীরা বলেন,আমাদের ভর্তি ও ফর্ম ফিলাপের ফি কোনোরকম পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই হঠাৎ করেই বৃদ্ধি করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর ও হতাশাজনক। অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে আগত হওয়ায় এই অতিরিক্ত ফি প্রদান করা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তাদের দাবি, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (১৬তম ব্যাচে) ভর্তি ও ফর্ম ফিলাপের ফি কমাতে হবে; অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ও ফি মওকুফের ব্যবস্থা নিতে হবে; প্রতিটি সেমিস্টারের ভর্তি ও ফর্ম ফিলাপের ফি প্রদানের সময় কমপক্ষে ৭-১০ দিন পূর্বেই টাকার পরিমাণসহ পরিষ্কারভাবে জানাতে হবে।
সানোয়ার হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বর্ধিত ফি বাড়িয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কারণ এখানে আমরা সবাই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসছি। যে ফি বাড়ানো হয়েছে, এটা আমাদের পরিবারের পক্ষ থেকে বহন করা খুবই কষ্টকর। আমরা চাই এটা কমিয়ে আনা হোক।”
হিতেশ রায় নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমরা সবাই এ ধরনের হুট করে ভর্তি ফি বাড়ানোর বিরুদ্ধে অবস্থান করছি। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এভাবে ভর্তি ফি বাড়ানোকে আমরা কখনোই সমর্থন করি না। আমাদের দাবি পূর্বের যা ভর্তি ফি বহাল ছিল তাই চালু থাক। প্রয়োজন হলে আমরা মানববন্ধন করব।”