মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মীর তৌফিকূর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মীর তৌফিকূর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার মীর ফজলুর রহমানের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, “মীর তৌফিকূর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”