প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তা আদায়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাজুড়ে মাইকিং করেছে পল্লি বিদ্যুৎ সমিতি।
সোমবার (৩০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত মাইকিং করে জানানো হয়েছে, বকেয়া বিল পরিশোধ না করলে সংযোগ বিছিন্ন করা হবে।
তাড়াশ উপজেলার আট ইউনিয়ন এবং একটি পৌরসভায় পল্লি বিদ্যুৎ সমিতির গ্রাহক আছেন ৬৮ হাজার। এসব গ্রাহকের কাছে প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে।
পল্লি বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বকেয়া বিল আগামী ১০ কার্যদিবসের মধ্যে পরিশোধ না করলে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
পল্লি বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডিজিএম শামসুজ্জামান বলেছেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য উপজেলাজুড়ে মাইকিং চলছে। তবে, গ্রাহকরা বকেয়া পরিশোধ করছেন না। বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। গ্রাহকদের সতর্ক করতে মাইকিং করা যাচ্ছে।