সারা বাংলা

মাধবপুরে বাস ও পিকআপের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও কাঁঠাল বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ব্যক্তির নাম লিটন মিয়া। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে। লিটন মিয়া দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক ছিলেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।