খেলাধুলা

মন্টেরেইকে হারিয়ে শেষ আটে বরুশিয়া

ক্লাব বিশ্বকাপে জমে উঠেছে শেষ আটের লড়াই। আর সেই উত্তাপে নতুন মাত্রা যোগ করল বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মন্টেরেইকে। ফলে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ডর্টমুন্ডের খেলার ধরন ছিল চেনা আগ্রাসী। বল দখল থেকে শুরু করে আক্রমণের গতি, সব ক্ষেত্রেই তারা প্রাধান্য বিস্তার করে। সেই আক্রমণের ফল আসে ১৪ মিনিটেই। কারিম আদেয়েমীর পাস থেকে নিখুঁত ফিনিশে গোল করেন সেরহো গিরাসি।

দশ মিনিট না পেরোতেই আবারও একই জুটি। আদেয়েমীর দারুণ আরেকটি অ্যাসিস্ট থেকে দ্বিতীয়বারের মতো জাল খুঁজে নেন গিনির এই স্ট্রাইকার। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা ডর্টমুন্ড যেন নিশ্চিত করে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মন্টেরেই। মাত্র তিন মিনিটের মাথায়, (৪৮ মি.) জার্মান বার্টেরেম এক গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনেন। এরপর আরও একবার বল জালে পাঠিয়েছিল মেক্সিকান ক্লাবটি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

শেষ সময়ে রোমাঞ্চ ছড়ান অভিজ্ঞ সার্জিও রামোস। তার হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। আর একটু বাঁক খেলেই হয়তো ম্যাচে সমতা ফিরত। কিন্তু শেষ বাঁশির আগ পর্যন্ত আর গোলের দেখা পায়নি মন্টেরেই। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ডর্টমুন্ড।