ঢাকার কেরানীগঞ্জে গভীর রাতে বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) ভোররাতে তারানগর ইউনিয়নের কাটালতলী এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুল আজিজ বলেন, ‘‘ভোররাত ৪টার দিকে ৬ থেকে ৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ছাদ দিয়ে বাড়িতে ঢোকে। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায় তারা।’’
ডাকাতেরা নগদ ৬ লাখ ৬৮ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও একটি ক্যামেরা নিয়ে গেছে বলে দাবি করেছেন আব্দুল আজিজ।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।’’