দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে হাসিব মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মংলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে, গতকাল বিকেলে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের বেলওয়া গোপালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে নূর মোহাম্মদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক পৃথক দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।