একই দিনে হলিউডের আলোচিত দুটো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। শুক্রবার (৪ জুলাই) মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’ সিনেমা।
‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ইউনিভার্সাল পিকচার্সের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি। এটি পরিচালনা করেছেন গ্যারেথ অ্যাডওয়ার্ডস। প্রধান চরিত্র রূপায়ন করেছেন স্কারলেট জোহানসন, যার সঙ্গে আরো আছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমায় জোহানসনকে দেখা যাবে ডাইনোসরের ডিএনএ সংগ্রহে নিয়োজিত বিশেষজ্ঞ জোরা বেনেট চরিত্রে।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কাল্ট ক্ল্যাসিক ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় কিস্তি ‘২৮ ইয়ারস লেটার’। এটি পরিচালনা করেছেন অস্কারজয়ী ড্যানি বয়েল। সিনেমাটির মূল চরিত্রে ১৪ বছরের অ্যালফি উইলিয়ামস, সঙ্গে রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। প্রথম দিনেই সিনেমাটি আয় করে ১৪ মিলিয়ন ডলার, যা সিরিজের সর্বোচ্চ ওপেনিং। বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৫৬৯ কোটি টাকা।
দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাতের ইঙ্গিত দিচ্ছে। স্টার সিনেপ্লেক্সে একই দিনে বড় পর্দায় এই উত্তেজনাপূর্ণ দ্বৈত মুক্তি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।