নিখোঁজের একদিন পরে মাদারীপুরের কালকিনি থেকে আব্দুল জলিল শিকদার (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়।
পরিবারের আশঙ্কা, সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিতে আব্দুল জলিল শিকদারকে হত্যা করা হতে পারে।
নিহত আব্দুল জলিল একই ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের আহম্মদ শিকদারের ছেলে। তিনি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অফিস সহকারী। গতকাল শুক্রবার (৪ জুলাই) দুপুরের দিকে নিখোঁজ হন তিনি।
এলাকাবাসী জানান, আজ শনিবার সকালে মৌলভীকান্দি গ্রামের সিরাজ তালুকদারের পাট ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করে।
নিহতের মেয়ে লিপি বেগম বলেন, “আমার বাবার সঙ্গে সবসময় টাকা থাকে। আমাদের আশঙ্কা, টাকা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হতে পারে।”
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, “আব্দুল জলিল শিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পরে জানা যাবে এটা হত্যা নাকি অন্যকিছু।”