সারা বাংলা

জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম রাকিবুল ইসলাম রবিন। তিনি বটতৈল এলাকার আব্দুল আওয়ালের ছেলে ও বটতৈল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতা।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘‘সম্প্রতি রবিন ফেসবুক পোস্টে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি করেন। বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নজরে এলে তারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে রবিনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন কটূক্তি করার বিষয়টি স্বীকার করেছেন।’’