চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শুকরানি বেগম খালেদা (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৫ জুলাই) উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুকরানি চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘‘জমি নিয়ে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সঙ্গে শুকরানির বিরোধ ছিল। শনিবার এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন ও নিয়ামত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শুকরানি বেগমকে হত্যা করেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’’