রাজনীতি

আওয়ামী লীগ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘসময় দেশকে শাসন করেছে। কিন্তু আওয়ামী লীগ দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি।”

শনিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘শহীদ জিয়া ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙ্গালীর জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন। তিনি নিজে সমস্যাটির সমাধান খুঁজে বের করেছিলেন, তা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সব ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতি মেনেই দেশকে এগিয়ে নিয়েছিলেন।”

তিনি আরো বলেন, “রাষ্ট্রপতি জিয়ার জাতীয়তাবাদী ধারণার বিস্তৃতি ছিল বিশাল। তার অর্থনীতি, রাজনীতি ও অকুতোভয় দেশপ্রেম সর্বক্ষেত্রের মূল ভিত্তি ছিল এই জাতীয়তাবাদ। তিনি একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।”

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কবি আল মুজাহিদী, কবি হাসান হাফিজ, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান প্রমুখ।