রাজনীতি

অন্যায়ের বিরুদ্ধে জীবনবাজী রেখে লড়াই করতে শেখায় আশুরা: জিএম কা‌দের

আশুরা মানেই শেষ রক্তবিন্দু দিয়ে ন্যায়ের পথে অবিচল থাকা। আজীবন অন্যায়ের বিরুদ্ধে জীবনবাজী রেখে সাহসিকতার সঙ্গে লড়াই করতে শেখায় আশুরা। 

প‌বিত্র আশুরা উপল‌ক্ষে জাতীয় পা‌র্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কা‌দের এক বিবৃ‌তি‌তে একথা ব‌লেন। 

তি‌নি বলেন, ‘‘পৃথিবীর ইতিহাসে ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার মাঠে প‌রিবারসহ ইমাম হোসাই‌নের জীবন দেওয়ার ত্যাগ সমুজ্জল হয়ে থাকবে।’’

শোকাবহ এই দিনে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

গোলাম মোহাম্মদ কাদের ব‌লেন, ‘‘ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সাঃ)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচর বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে ‌নির্মমভা‌বে শাহাদাত বরণ করেন। হিজরী ৬১ সালের ১০ মহররম মা‌সের এ দিন‌টিতে এই হৃদয় বিদারক ঘটনা ঘ‌টে‌ছিল। এটি বেদনাবিধুর শোকাবহ ঘটনা। তারপর থেকেই দিন‌টি মুসলমান‌দের কা‌ছে প‌বিত্র আশুরা ব‌লে প‌রি‌চিত। দিন‌টি‌তে আরও অনেক ঐ‌তিহা‌সিক ঘটনাবলি র‌য়ে‌ছে। কিন্তু তারপরও ইমাম হোসাই‌নের শাহাদ‌তের স্মর‌ণে মুসলমানরা প‌বিত্র আশুরার দিন‌টি অত্যন্ত গুরত্ব দি‌য়ে শোকের স‌ঙ্গে পালন ক‌রেন। 

অত্যন্ত শোকাতুর এই দিনে হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী প্রত্যেক বীর‌দের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের রফ‌য়ে দারাজাত কামনা ক‌রে‌ছেন জিএম কা‌দের।